03 April 2024 Current Affairs in Bengali : যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জিকে , গণিত , রিজিনিং , ইংরেজি জানা প্রয়োজন। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা 2024 সালের 03 রা এপ্রিলের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানব। আর দেরি না করে সকলে পোস্টটি ভালো করে পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে বিভিন্ন পরীক্ষা যেমন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
03 April 2024 Current Affairs in Bengali
1. ATP ‘র ইতিহাসে সবচেয়ে প্রবীণ খেলোয়াড় হিসেবে প্রথম স্থান অধিকার করলেন — নোভাক জোকোভিচ
2. FICCI Ladies Organisation (FLO) ‘র নতুন প্রেসিডেন্ট হলেন — জয়শ্রী দাস ভার্মা
3. সম্প্রতি সারাদেশ জুড়ে — One Vehicle, One FASTag পরিষেবা চালু হল
4. রিপাবলিক অফ কঙ্গো দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন — Judith Suminwa Tulika
5. Union Asset Management Company ‘র CEO পদে নিযুক্ত হলেন — মধুনায়ার
6. সম্প্রতি আরব আমির আমিরাতে — PhonePe ‘র মাধ্যমে UPI পেমেন্ট শুরু করা হল
7. ২০২৩-২৪ অর্থ বর্ষের শেষে এশিয়ার মধ্যে বিদেশি ফান্ডের সবচেয়ে বড় আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে — ভারত