26 August 2024 Current Affairs in Bengali: যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জিকে , গণিত , রিজিনিং , ইংরেজি জানা প্রয়োজন। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা 2024 সালের 26 আগস্ট এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানব। আর দেরি না করে সকলে পোস্টটি ভালো করে পড়ো।
26 August 2024 Current Affairs in Bengali
1. জাতীয় মহাকাশ দিবস পালিত হয় 23 আগস্ট।
2. উত্তরাখণ্ড রাজ্য গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইনডেক্স চালু করেছে।
3. সম্প্রতি প্রয়াত হলেন চলচ্চিত্র প্রযোজক উৎপলেন্দু চক্রবর্তী।
4. বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ।
5. সাম্প্রতিক কেরালা MPOX এর বিরুদ্ধে সতর্কতা জারি করেছে।
6. Zomato পেটিএম এর বিনোদন টিকিটিং ব্যাবস্থাই অগ্রাধিকার দিয়েছে।
7. রাশিয়ার বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে চীনকে অতিক্রম করে প্রথম স্থান অধিকার করলে ভারত।
8. কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে দীপ্তি গৌর মুখোপাধ্যায়।
25 August 2024 Current Affairs in Bengali: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25 আগস্ট 2024